বাগেরহাট-শরণখোলা সড়কের মোরেলগঞ্জের পানগুছি ফেরী দু’দিন বন্ধ থাকবে

0
300

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-রায়েন্দা (শরণখোলা) সড়কের মধ্যবর্তী মোরেলগঞ্জের পানগুছি নদীতে যানবাহন পারপারে নিয়োজিত ফেরী দু’দিন বন্ধ থাকবে।
বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ জানান, ওই ঘাটের পল্টুনের কাজ করার জন্য বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকবে। এ কারনে দু’দিন যানবাহন পারাপার বন্ধ থাকবে। এসময়ে বিকল্প উপায়ে সকলকে চলাচল করতে তিনি অনুরোধ জানিয়েছেন। এদিকে, যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা না করে দু’দিন ফেরী বন্ধ রাখার সিদ্ধান্তকে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার প্রায় ৫ লাখ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ দু’দিন চট্টগ্রাম, ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন। বিশেষ করে নাইট কোচের যাত্রীরা পড়বেন সবচেয়ে বেশী বিরম্বনায়।