বাগেরহাটে আমন ধান সংগ্রহ শুরু সরকারী মূল্য প্রতি কেজি ২৬টাকা

0
318

বাগেরহাট প্রতিনিধি : চলতি আমন মৌসুমে সরকারী ভাবে আমন সংগ্রহ শুরু হয়েছে জেলায় জেলায়। এবার সরকারী ভাবে প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ হয়েছে ২৬ টাকা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, বেমরতা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের সুবিধা দিতে সরকার স্থানীয় বাজার দরের থেকে বেশি মূল্যে ধান ক্রয় করছে। কৃষকরা সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করবে।
অভ্যন্তরীন আমন আমন সংগ্রহ-২০১৯-২০ এর আওতায় ০১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে মোট ৬ হাজার ৫‘শ ২৯ মে. টন আমন ধান সংগ্রহ করবে বাগেরহাট জেলা খাদ্য বিভাগ। অনুষ্ঠানে ধান বিক্রি করতে আসা প্রান্তিক চাষীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।