বরিশালে চার মাসে ১৯ খুন, ১৩২ নারী ও ১০শিশু নির্যাতনের শিকার

0
664

খুলনা টাইমস রিপোর্ট : দিন দিন বরিশালের থানাগুলোতে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। কিন্তু এসব অপরাধরোধে প্রশাসনের নেই কোন আপাতদৃষ্ট পদক্ষেপ। ফলে জণজীবনে বাড়ছে অস্থিরতা ও আতংক। ২০১৮ সালের প্রথম চার মাসের সংঘঠিত অপরাধের তুলনায় ২০১৯ সালের প্রথম চার মাসে মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ১১৫টি অপরাধ বেশি সংঘঠিত হয়েছে। এরমধ্যে খুনের সংখ্যা ১৯টি। ২০১৯ সালের প্রথম চার মাসে মোট এক হাজার ২৭৭টি অপরাধ সংঘঠিত হয়েছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যান থেকে এসব তথ্য উঠে এসেছে। অপরাধের সংখ্যা দিন দিন বাড়লেও তা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কোন কার্যকরী ভূমিকা না থাকায় অপরাধীদের সাহস দিন দিন বেড়েই চলেছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুনের ঘটনা, ১৪টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়েছে। নারী নির্যাতনের অভিযোগে ২২টি, শিশু নির্যাতনের অভিযোগে আটটি, মাদকের ১৫০টি মামলাসহ মোট ৩১৯টি অপরাধ সংঘঠিত হয়েছে। ফেব্রুয়ারী মাসে ১৪টি থানা এলাকায় আটটি খুনের ঘটনা, ১৩টি চুরি ও সিধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি, শিশু নির্যাতনের ঘটনায় একটি, মাদকের ১৩৬টি মামলাসহ মোট ২৮৮টি অপরাধ সংঘঠিত হয়েছে। মার্চ মাসে ১৪টি থানা এলাকায় তিনটি খুনের ঘটনা, ১২টি চুরি ও সিধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৬টি, শিশু নির্যাতনের ঘটনায় একটি, মাদকের ১৫২টি মামলাসহ মোট ৩২১টি অপরাধ সংঘঠিত হয়েছে। এপ্রিল মাসে ১৪টি থানা এলাকায় চারটি খুনের ঘটনা, ১৫টি চুরি ও সিধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৯টি, মাদকের ১৬২ টি মামলাসহ মোট ২৪৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।