বটিয়াঘাটায় জমি বিরোধে প্রতিপক্ষের হুমকির অভিযোগ

0
329

বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা শৈলমারী এলাকার জমিজমা সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী গত ১৩ জুন থানায় সাধারণ ডায়েরী করেছে। যার ডায়েরী নম্বর ৫৩০।
অভিযোগে জানা যায়, উপজেলার শৈলমারী এলাকার দিপংকর বৈরাগী গত ১১জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে থেকে জমিজমা সংক্রান্ত একখানা নোটিশ প্রাপ্তে হই এবং পরের দিন ১২ জুন বেলা ১১ টায় উপস্থিত হয়ে নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়। আমি উক্ত তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে হাজির হলে তাকে একা পাইয়া অভিযুক্তকারী পিযুষ কান্তি মল্লিকের এর সহযোগীতায় বাবুল মহলদার, হরিচাঁদ ঢাকইদার, আনোয়ার হোসেন মিলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকী প্রদর্শন করে। তিনি জানান শৈলমারী মৌজার সি,এস ১০২ এস,এ ১১৪ ও আর,এস ৩৫৩ নং খতিয়ানে ০.৪২৮০ একর জমি দিপংঙ্ক, বিধান এবং দেবরানী ভোগদখলে আছে। কিন্তু পিযুষ কান্তি মন্ডল ঐ জমি থেকে ০.০৫ একর জমি সুশীলা বালা বৈরাগীর নামে একটি ভূয়া দলিল দেখিয়ে অত্র জমি দাবী করে আসলে তার নামে কোন রেকর্ড নেই। তিনি আরো জানন বিবাদীরা তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে হয়রানী করার পায়তারা করছে। এ ব্যাপারে ভুক্তভোগী আইন প্রয়োগকারী সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।