বছরের প্রথমদিন থেকে খুলনায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান

0
486

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১ জানুয়ারি জেলা স্টেডিয়ামে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ ও ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজক।
আয়োজকদের সূত্র জানান, সকাল আটটায় ১ হাজার ৯শ’ ২০ জন শিশু একযোগে ৭মার্চের ভাষণ উপস্থাপন করবেন। তার আগে কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে ১ হাজার ৯ শ’ ২০ জন আলেম ও ১ হাজার ৯ শ’ ২০ জন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিনক্ষণ গণনা যন্ত্র স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সকল উপজেলা পরিষদ, জেলা পরিষদ, কেসিসি ভবনসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে দিনক্ষণ গণনা, সরকারি দপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দিনক্ষণ গণনা ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে।