বঙ্গোপসাগরে আকষ্মিক ঝড়ে ৩৬ জেলেসহ দুই ট্রলার ডুবি, ২০জেলে নিখোঁজ

0
389

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া উপকূলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৩৬ জন জেলেসহ এফবি তরিকুল-১ ও এফবি আল্লাহর দান নামের দুটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ওই দুই
ট্রলারে থাকা জেলেদের মধ্যে ১৬জন উদ্ধার হলেও ২০জনের এখনও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ২০ জেলের মধ্যে আমির হোসেন (৩৫) নামের এক জেলের নাম জানা গেছে।
নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল প্রস্তুত থাকলেও সাগর উত্তাল হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারছেনা বলে কোস্টগার্ড সূত্র
জানিয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন মোবাইল ফোনে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার সগির হোসেনের মালিকানাধীন এফবি তরিকুল-১ ও তালতলী এলাকার আবুল কালামের এফবি আল্লাহর দান নামের দুটি ফিশিং ট্রলার শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়ার কাছাকাছি ১নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরছিল। এসময়  আকষ্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এর মধ্যে তরিকুল ট্রলারে ১৭ জন এবং আল্লার দান ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। এফবি ভাই ভাই নামের অপর একটি ট্রলার ডুবে যাওয়া তরিকুল ট্রলারের ১৬ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও দুই ট্রলারের বাকি ২০জনকে উদ্ধার করতে পারেনি।

জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা সভাপতি আবুল হেসেন মোবাইল ফোনে ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে জানান,  বঙ্গোপসাগর উপকূলের সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া ও অন্যান্য এলাকায় আরো কয়েকটি ট্রলার ডুবির খবর তারা জেনেছেন। সাগরের অবস্থা চরম অশান্ত। সব মাছধরা ট্রলার সকাল থেকেই
কূলে ফিরতে শুরু করেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. আবদুলাহ আল মাহমুদ বিকালে মোবাইল ফোনে জানান, সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর পেয়েছেন। কোস্টগার্ড সদস্যরা দুপুর থেকে প্রস্তুত হয়ে থাকলেও সাগর উত্তাল থাকায় র্দূযোগপূর্ন আবহওয়ার মধ্যে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হচ্ছেনা। আবহওয়া স্বাভাবিক হলে উদ্ধার অভিযান শুরু করা হবে।