বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পূজা পরিষদের শ্রদ্ধাঞ্জলি, গীতা পারায়ণ ও প্রার্থনা সভা

0
204

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে খুলনা বেতার কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সকাল ৯টায় আর্য্য ধর্মসভা মন্দিরে সংগঠনের মাধ্যমে সমবেত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এবং সকাল ১০টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে জেলা প্রশাসন, খুলনার আয়োজনে চাইল্ড ইনটিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম, খুলনার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখা ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনার সার্বিক পরিচালনায় জনাব মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক, খুলনার সভাপতিত্বে গীতা পারায়ণ ও প্রার্থনা সভার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় গীতা পারায়ণ ও প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑখুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এহসান শাহ্্্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, এনডিসি মোঃ জাকির হোসেন, খুলনা সদর থানা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ হাফিজুর রহমান, খুলনা সদর থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, শ্রীমদ্ভগবত গীতা সংঘের সভাপতি দেবাশিষ কর্মকার, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্তী, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদ সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, হরিজন ঐক্য পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑনিতাই বিশ্বাস, পরিতোষ দত্ত, উজ্জ্বল ব্যানার্জি, স্বপন চক্রবর্তী, পঙ্কজ দত্ত, উজ্জ্বল রায়, বাবু শীল, মাণিক শীল, রবীন দাস, মহেশ চক্রবর্তী প্রমুখ। জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্য শেষে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার সদ্গতি কামনা ও তাঁর সুযোগ্য কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং করোনা ভাইরাস থেকে দেশ-জাতি ও বিশ্ববাসীর মুক্তির লক্ষ্যে গীতার আঠারটি অধ্যায়ের সকল শ্লোক পাঠ করে প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।