বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে খুলনায় বছরব্যাপী কর্মসূচি

0
373

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন বছরব্যাপী কমসূচি নিয়েছে। খুলনায় বঙ্গবন্ধুর স্মৃতিকে অমর করে রাখতে পৃথিবীর সর্বোচ্চ ভাস্কর্য নির্মিত হবে। প্রত্যেক উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু কেন্দ্র স্থাপন হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামি বছরের ১৭ মার্চ জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। শহর আলোক সজ্জা করা হবে। খুলনা নিউমার্কেট থেকে শোভাযাত্রা সহকারে বেতার ভবনে যেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমিতে ১৭-২০ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু একাডেমিতে ১৭ মার্চ চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন, শহিদ হাদিস পার্কে শিশু সমাবেশ, একই স্থানে বঙ্গবন্ধুর জীবনাদর্শের প্রতি চলচ্চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রার্থনা, কেক কাটা, বৃক্ষ রোপন, ১৭-২৪ মার্চ রক্তদান কর্মসূচি, ১৭ মে প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর জীবনাদর্শ প্রচার, বছরের যেকোন সময়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু কেন্দ্র স্থাপন, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার স্থাপন, পাইকগাছায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দ’ুটি স্থান সংরক্ষণ, ইকোপার্ক স্থাপন, পাইকগাছা উপজেলায় বঙ্গবন্ধুর একান্ত সহযোগিদের সম্মাননা প্রদর্শন, আগামি ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।