ফের দ্রাবিড়ের ছেলের ডাবল সেঞ্চুরি

0
209

খুলনাটাইমস স্পোর্টস : দুই মাসেরও কম সময়ে দুটি ডাবল সেঞ্চুরি। মাত্র ১৪ বছর বয়সে সামিত দ্রাবিড় চেনাচ্ছে সে কার ছেলে। বাবা কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরি হিসেবে ২২ গজে নিজের নাম লিখে নিচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। গত ডিসেম্বরে ডাবল সেঞ্চুরি হাঁকানো সামিত আবারও খেলেছে ২০০ ছাড়ানো ইনিংস। অনূর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে মালেয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে সামিত খেলেছে ২০৪ রানের ইনিংস। ৩৩ চারে সাজানো তার ইনিংসে ভর দিয়ে শ্রী কুমারণের বিপক্ষে মালেয়া অদিতি ইন্টারন্যাশনাল করে ৩ উইকেটে ৩৭৭ রান। শুধু ব্যাটিংয়ে নয়, বল হাতেও সাফল্য পেয়েছে দ্রাবিড়ের ছেলে। প্রতিপক্ষকে ১১০ রানে অলআউট করার পথে সামিতের শিকার ২ উইকেট। গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ধানবাদ জোনের বিপক্ষে ২০১ রানের ঝলমলে ইনিংস খেলেছিল সামিত ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে। ২৫৬ বলের ইনিংসটিতে ছিল ২২ বাউন্ডারি। শৈশবে উজ্জ্বল ভবিষ্যতের আভাস দেওয়া সামিত আবারও পেলো ডাবল সেঞ্চুরি। দ্রাবিড়ের ছেলে প্রথমবার শিরোনামে আসে ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ পর্যায়ের ক্রিকেটে। বেঙ্গালুরুতে তার স্কুল মালেয়া অদিতি ইন্টারন্যাশনালের হয়ে ম্যাচ জেতানো তিনটি হাফসেঞ্চুরি করেছিল। এরপর ২০১৬ সালে আবারও প্রচারের আলোয় আসে ফ্রাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলে। বাবার পথই অনুসরণ করছে সামিত। কিংবদন্তি ব্যাটসম্যান দ্রাবিড় তার খেলোয়াড়ি জীবনে ছিলেন ভারতের আস্থার প্রতীক। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিন নম্বরে ব্যাট করা সাবেক অধিনায়ক সব ফরম্যাট মিলিয়ে করেছেন প্রায় ২৫ হাজার রান। যেখানে টেস্টে ১৩ হাজার ২৮৮ ও ওয়ানডেতে করেছেন ১০ হাজার ৮৮৯ রান।