ফুলবাড়ীগেট সাতক্ষীরা বেকারীর সেল্স ম্যান ৫ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট

0
441

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার সাতক্ষীরা বেকারীর সেল্স ম্যান মোঃ লায়েক আহমেদ নগদ ৮১ হাজার টাকা সহ ৫ লক্ষ ১৩ হাজার ৪শ ৮ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এঘটনায় মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগি সাতক্ষীরা বেকারীর সত্ত্বাধিকারী খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিনের জামাতা মোঃ শাহাবুদ্দীন আলম জানান সেল্স ম্যান লায়েক আহমেদ ২০১৭ সালের ১মার্চকারখানায় যোগদান করে, কারখানার মাহিন্দ্রপিকআপ যার নং- ঢাকা মেট্টো ন-১১-১৬৯৭ নিয়ে বেকারীর মালামাল খুলনার বাইরে বিক্রয় করে আসছিল, এসময় বিভিন্ন অজুহাতে তার নিকট ৪লক্ষ ৩২হাজার ৪শ ৮টাকা আমাকে না দিয়ে সম্পূর্নটাকা আত্মসাত করে ।এব্যপারে সেল্স ম্যান লায়েক ৩০০ শত টাকার একটি স্টাম্পে প্রতি মাসে তার বেতন থেকে ১৭ হাজার টাকা পরিশোধ করার অঙ্গীকারে সে পূনরায় বেকারীর মালামাল নিয়মিত বিভিন্ন বাজারে বিক্রয় করত। সর্বশেষ গত ২৭ জুলাই লায়েক পিকআপ গাড়ীতে ৮১ হাজার টাকা বেকারীর মালামাল নিয়ে মোল্লারহাট বাগেরহাট এর উদ্যেশ্যে রওনা দেয়। ২৯ জুলাই মালামাল কারখানার ম্যানেজারের নিকট বিক্রিত টাকা ও গাড়ী বুঝিয়ে দেয়ার কথা থাকলেও সে অদ্যবধি বেকারীতে ফেরত আসেনি। খোজ খবর নিয়ে একপর্যায়ে জানতে পারি মোল্লারহাটের জনৈক জান্নাত হোসেনের নিকট গাড়ীটি রেখে বিভিন্ন দোকানে টাকা আদায়ের কথা বলে চলে যায়। ওখান থেকে গাড়ীটি উদ্ধার করা হলেও সেল্স ম্যান লায়েক আহমেদকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এঘটনায় মোঃ শাহাবুদ্দিন আলম বাদী হয়ে মোঃ লায়েক আহমেদকে আসামী করে মামলা দায়ের করেন, যার নং- ২০০সি/১৯ তারিখ-৭/৮/১৯।