ফকিরহাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০জন আহত

0
459

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট তৈয়ব আলী বটতলা সন্নিকটে উত্তরপাড়া নামক স্থানে ১৪ মার্চ দুপুর ১২টার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার সময় স্থানীয় ৩টি শিশু বাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (যার নং- ঢাকা-চ-৩২৭৫) উক্ত স্থানে এসে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের ভেতর ঢুকে একপাশে কাত হয়ে পড়ে। এতে ফকিরহাটের উত্তরপাড়া গ্রামের খায়রুল মল্লিকের শিশু কন্যা রুকাইয়া খাতুন ইতি (৫), মুছা মল্লিকের শিশু পুত্র মুরসেলিম (৬) ও ইছা মল্লিকের শিশু পুত্র আল আমিন (৪) আহত হয়েছে। এদের মধ্যে ইতিকে আশংকাজনক অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করেছে। অপরদিকে বাসের যাত্রীদের মধ্যে আহত হয়েছে মন্দার দাস (৫৫), মমতা দাস (৩৫), সুবর্না মন্ডল (৪০), তপন দাস (৪৫), গিরিবালা দাস (৫০), শাহিনা বেগম (৫০), সুফিয়া বেগম (২৮), মমতা রায় (৩০), সাজু (৪০), রুবেল (৩০), রুনা বেগম (২৫), শিশু সিহাম (৫), চিন্ময় বিশ^াস (২২), কাজল মন্ডল (২০), ফকিরহাটের হাজেরা বেগম (৫০) ও অজ্ঞাত (৩৫)। অজ্ঞাত ব্যাক্তিকে আশংকাজনক অবস্থায় খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের বাড়ী ডুমুরিয়া, মোল্লাহাট, খড়িবুনিয়া, পাইাকগাছা গোপালগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে। এদিকে উক্ত দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচেড়ে গেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলের এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।