ফকিরহাটে ডিবি পরিচয়ে ছিনতাইকালে আটক ৪

0
256

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় গণধেথালাই দিয়ে ৪জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার বিকেল ৫টার সময় উপজেলার ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, যশোর জেলার বানাপোল উপজেলার ভবের বের এলাকার ওয়াসিম ব্যাপারির ছেলে সোহরাব ব্যাপারী(৪২), পিরোজপুর জেলার উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের ছেলে কাজী রিপন (৪৩), মাদারীপুর জেলার আক্কাস গাজীর ছেলে জামান গাজী (৩২) এবং গাড়ি চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দোহার এলাকার মোঃ মতিয়ারের ছেলে মোঃ রুবেল হোসেন। আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে।
প্রতক্ষদর্শীরা জানান, ফলতিতা বটতলার মৎস্য ব্যাবসায়ী আনন্দ লালের কর্মচারী কলকলিয়া গ্রামের মন সংকর বিশ্বাস সোস্যাল ইসলামী ব্যাকং (এসআইবিএল)ব্যাংক, ফকিরহাট শাখা থেকে ৭ লক্ষ টাকা উত্তলন করেন। টাকা নিয়ে মটর সাইকেল যোগে ফলতিতা যাওয়ার সময় বটতলার কাছাকাছি পৌছালে একটি মাইক্রো তার গতি রোধ করে। মাইক্রোতে থাকা লোকজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে মনি সংকরকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের ধরে গণধোলাই শুরু করে, পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোর চালকসহ ৪জনকে আটক করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনায় আমরা গাড়ির চালকসহ ৪জনকে আটক করেছি। আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।