প্রধানমন্ত্রী’র প্রনোদনাঃ মোড়েলগঞ্জে বাবুর্চির নাম ইমামের তালিকায়!

0
518

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে বাবুর্চির নাম ইমামের তালিকায় দিয়ে প্রকৃত ইমামকে প্রনোদনার টাকা থেকে বঞ্চিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মোড়েলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি ও কিসমত জামুয়া ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম খান।
অভিযোগে তিনি জানান, করোনার কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মসজিদের ইমামের প্রনোদনার টাকা প্রদানের ঘোষনা করেন। এজন্য উপজেলার সকল মসজিদের ইমাম ও সভাপতির নামের তালিকা প্রনয়নও করা হয়েছে। আর এ কিসমত জামুয়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও সভাতির নাম প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বর রুস্তম আলী খান মসজিদের ইমাম হাফেজ মো. হাসিব খান ও সভাপতি পদে তার নাম বাদ দিয়ে দেন। তদস্থলে ইমাম হিসেবে সুরমান ভূইয়া ও সভাপতি হিসেবে মেম্বর নিজের নাম দিয়ে উপজেলা প্রশাসনে তালিকা জমা দেন। তিনি আরও জানান, সুরমান ভূইয়া বাবুর্চির কাজ করে আর তার ইমামতি করার কোন যোগ্যতাও নেই।
এ ব্যাপারে সুরমান ভূইয়া বলেন, তিনি মাঝে মাঝে এ মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। তার নাম ইমামের তালিকাভূক্ত কিভাবে গেল তা মেম্বর রুস্তম আলী খান জানেন। মেম্বর রুস্তম আলী খানকে মুঠো ফোনে চেষ্টা করে পাওয়া যায়নি।