প্রধানমন্ত্রীকে বাস্তবায়নের সময়সীমাও বলতে হবে

0
355

খুলনাটাইমস:

কোটা সংস্কার করতে টানা বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরমাঝেই প্রধানমন্ত্রী সরকারি চাকুরী থেকে সব ধরণের কোটা উঠিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। এখন আন্দোলন কারীরা বলছেন, শুধু ঘোষণা দিলে হবে না, বাস্তবায়নের সঠিক সময়সীমা জানাতে হবে।
আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগে চলমান বিক্ষোভ আন্দোলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান এ কথা বলেন।
রাশেদ বলেন, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করলেই আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৮ এপ্রিল থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
খুলনাটাইমস/এস.এম