প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আইসিটি প্রশিক্ষণের ৮ম ব্যাচের উদ্বোধন

0
325
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের বেসিক আইসিটি প্রশিক্ষণের অষ্টম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন ও আঞ্চলিক পরিচালক) শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়ার প্রোগ্রামার মোঃ মাহবুব করিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রতিবন্ধীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে খুব সহজেই কর্মক্ষম করে গড়ে তোলা যায়, কর্মমূখী প্রশিক্ষণে প্রশিক্ষিত হলে তারাও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে”। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রশিক্ষক সোহেল রানা, এবং শিবলী আবেদীন সহ প্রতিবন্ধীরা, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।