পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বনবিভাগের ১৪ টি টহল ফাঁড়ি ও অবকাঠামোর ব্যপক ক্ষতি

0
294

মোঃ শাহীন হাওলাদার, শরণখোলা:
ঘূর্ণিঝড় বুলবুলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বনবিভাগের ১৪ টি টহল ফাঁড়ি ও অবকাঠামোসহ গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বুলবুল ঝড়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ১৪ টি ক্যাম্প ফরেষ্ট টহল ফাঁড়ির টিনের চাল, রান্নাঘর, বাথরুম, জেটিসহ অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝড়ে পর্যটন কেন্দ্র কটকা অভায়রণ্যে পর্যটকবাহী নৌযান ভেড়ানোর জেটি ভেঙ্গে যাওয়ায় পর্যটক ওঠানামায় মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। টাকার অংকে অবকাঠামোর ক্ষতির পরিমাণ ২৭ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া কটকা ও দুবলা অঞ্চলে ঝড়ে গাছপালা উপড়ে পড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।