পুরস্কার পাবার মতো একটি কাজ ‘ভাইজান’: দিলারা জামান

0
412

খুলনাটাইমস বিনোদন: ‘অনেকদিন পর সুন্দর একটি গল্পে অভিনয় করলাম। নাটক নয়, এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার মধ্যে সুন্দর একটি মেসেজ আছে। এটি পুরস্কার পাবার মতোই একটি কাজ হয়েছে বলে আমি মনে করি। স¤প্রতি নতুন স্বল্পদৈর্ঘ্য ‘ভাইজান’-এ অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এই কাজটি প্রসঙ্গে তিনি একথা বলেন। ‘ভাইজান’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বললেন, এটি দেশে ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জন্য নির্মাণ করা হয়েছে।দিলারা জামান ছাড়াও এতে অভিনয় করেছেন আবদুল আজিজ, খান আতিক, ফারজানা রিক্তা, সঞ্চিতা দত্ত, সোহেল রহমান, এ আর সোহাইল সহ আরো অনেকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।স্বল্পদৈর্ঘ্যে কাজ প্রসঙ্গে অভিনেতা আবদুল আজিজ জানান, তিনি এতে ‘ভাইজান’ চরিত্রে অভিনয় করেছেন। একটি পারিবারিক পরিবেশের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।