পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে

0
470

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। হতদরিদ্রসহ প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাতা প্রদানের পাশাপাশি বিভিন্ন কল্যানমূলক কর্মসূচী বাস্তবায়ন করছেন। এসব কর্মসূচীর সুবিধা পেয়ে ছিন্নমূল মানুষ দারিদ্র জয়ের মাধ্যমে স্বচ্ছলতা ফিরে পাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ভূমিকার কারণে উন্নত দেশগুলো স্বল্পোন্নত ও দরিদ্রদের প্রতি নমনীয় হতে শুরু করেছে। অটিজম শিশুদের কল্যাণে তাঁরই কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিভিন্ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। সে কারণে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি এই একটি পরিবার বাংলাদেশকে সফলতার দ্বার প্রান্তে পৌছেঁ দিচ্ছে।
সিটি মেয়র বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘বঞ্চিত জনের অধিকার (ইপিআর)’’ (Excluded Peoples Right in Bangladesh) প্রকল্পের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) এ সভার আয়োজন করে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কহিনুর জাহান। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ গোলাম মাওলা শানু, আশফাকুর রহমান কাকন, মোঃ হাফিজুর রহমান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক মোঃ আয়নাল হক, সাংবাদিক এইচ.এম. আলাউদ্দিন, উত্তম মন্ডলসহ সাংবাদিক ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, নাগরিক সহায়ক দলের নেতৃবৃন্দ ও খুলনা মহানগরী এবং বটিয়াঘাটা উপজেলা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেএমএসএস এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে ইপিআর প্রকল্প সম্পর্কে অবহিত করেন কেএমএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাসিমুল হক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর বিনয় কৃষ্ণ রানা। সভা পরিচালনা করেন ইপিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার শামীমা পারভীন।
খুলনা সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড এবং বটিয়াঘাটা উপজেলার ৪টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে।এর আগে সকাল ১০টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর বয়রাস্থ পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।