পিইসিতে যশোরে ফেল সাড়ে তিন হাজার

0
339

 

 

যশোর প্রতিনিধি :
ফলের চিত্র তুলে ধরছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র যশোরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থী ফেল করেছে। কমেছে জিপিএ-৫। গতবারের চেয়ে এবার কমেছে পাসের হারও। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই খবর নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ ফল ঘোষণা করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় যশোরে ৯১ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষার্থী ছিল ৪৪ হাজার ৩৭০জন। এর মধ্যে ৪৪ হাজার ৩০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলে ৪০ হাজার ৬৫৫ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ৩ হাজার ৬৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৩৩৬ জন। এর মধ্যে ছাত্র এক হাজার ৯২৮ জন এবং ছাত্রী দুই হাজার ১৬০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ২১ হাজার ৬৮ জন এবং ছাত্রী ছিল ২৩ হাজার ২৩৩ জন।