পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ রাস্তাটি হবে হবে তবে সেটা কবে তাহা কেহ জানে না !

0
297

ফরিদ হাসান জুয়েল, পাটকেলঘাটা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার প্রধান বাজিন্য কেন্দ্র পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ রাস্তাটি সংস্কার আজ এলাকাবাসীর প্রানের দাবীতে পরিনত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে এ ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে। মাননীয় সাংসদ সদস্য মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তপক্ষ রাস্তা দু’টির দিকে নজর দেবেন কি ?
সাংবাদিকরা শুধু জরাজীর্ণ পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সড়কটি নিয়ে দীর্ঘদিন ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশ করলেও সুফল এখনো আসেনি। সরকার দলীয় নেতাদের রাস্তাটি প্রয়োজন উপলব্ধি করে শুধু বড় বড় কথার বুলি শুনে যাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী। থানা সদরের এই রাস্তাটিতে হাটু-কাদা পানির জন্য কোন মৌসুম লাগেনা। রাস্তাটির এমন নাজুক অবস্থা যে সব মৌসুমে হাটু কাদা পানির মধ্যে নিমজ্জিত থাকে। চলাচল করতে পারেনা কোন যানবাহন। সাংবাদিকরা রাস্তাটি লেখালেখি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কর্তা ব্যক্তিরা ১০/১২ বার উক্ত রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করেন। কিন্তু কোন অদৃশ্য কারনে সংস্কার কাজ এ পর্যন্ত শেষ। পল্লী বিদ্যুৎ সড়কটিতে ছোট বড় ৫০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ রোডের ব্যবসায়ী সাইমুম ইলেকট্রনিক এর মালিক গাজী রোকনুজ্জামান জানান, রাস্তার বেহাল দশায় ব্যবসায়ীক লোকসান গুনতে গুনতে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। ১ বছর পূর্বে সেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটির জমা থাকা মাটি পরিষ্কার করে চলাচলের কিছুটা উপযোগী করা হলেও বর্তমানে এ রাস্তাটি দিয়ে যাতায়ত করার কোন পরিবেশ নেই। কোন ক্রেতা সাধারন আসতে চাইনা। রাস্তাটি অভিভাবকহীনের মত পড়ে রয়েছে। প্রায় দেখা যায় রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করকে কিন্তু কার্যত কিছুই হয়না।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে জানানো হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বর্ষায় প্রায় হাটু-কাদা পানিতে চলতে হচ্ছে হাজার হাজার সাধারন জনগণকে। এমপি কুমিরা ইউনিয়নের নিউ মার্কেটে একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন খুব দ্রুততার সাথে পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ সড়কের কাজ শুরু হবে। সাথে সাথে ডাক বাংলো রোডের কাজও শুরু করা হবে। জনগন কে শুধু শুনতে হচ্ছে হবে হবে হবে তবে সেটা কবে হবে এটা এলাকাবাসী জানে না। তালা উপজেলা বাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় পল্লী বিদ্যুৎ রোডের কাজটি শুরু হচ্ছে না। সাধারন এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারনে সাধারন জনগন কেন কষ্ট পাবে? পল্লী বিদ্যুৎ সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হতে বসেছে। রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজকর্ম করতে দোকানীদের কষ্ট হচ্ছে। তাছাড়া রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে। রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষাথী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকরা নিদারুন কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রানের দাবী যাতে অতিদ্রুত রাস্তা দুটি সংস্কার পূর্বক পিচের ব্যবস্থা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করবেন।