পাটকল ধর্মঘট: ১১ জানুয়ারীর মধ্যে মজুরী দেয়ার দাবি

0
325

টাইমস ডেস্ক :
১১ জানুয়ারির মধ্যে বকেয়া মজুরী দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি। এর আগ পর্যন্ত কর্মবিরতি চলবে। এদিকে, বিজেএমসি চেয়ারম্যান জানিয়েছেন, পাটপণ্য রপ্তানির টাকা না পাওয়ায় বকেয়া পরিশোধ করা যাচ্ছে না।

২৮ ডিসেম্বর থেকে খুলনার আটটি পাটকলে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। বেতন পরিশোধ, মজুরি কমিশনসহ ১১ দফা দাবি তাদের।

টানা ধর্মঘটের পরও সুরাহা না হওয়ায়, ঢাকার সিবিএ কার্যালয়ে বৈঠকে বসেন সংগঠনের নেতারা। বৈঠকের সিদ্ধান্ত, ১২ জানুয়ারি খুলনার খালিশপুরে জনসভা করে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, বাংলাদেশ জুট মিল করপোরেশন বিজেএমসি জানিয়েছে, সংকট সমাধানে সরকারি অর্থ বিভাগের সাথে আলোচনা চলছে।

আটটি পাটকল শ্রমিকদের ৮ থেকে ৯ সপ্তাহের মজুরী বকেয়া রয়েছে। আন্দোলনের কারণে প্রতিদিন প্রায় ২২৫ টন পাটজাত পণ্য উৎপাদন বন্ধ আছে।