পাখির সঙ্গে সংঘর্ষে ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

0
318

খুলনাটাইমস বিদেশ : ভারতের গোয়ায় নৌবাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার বিমানটি যখন গোয়ায় প্রশিক্ষণ মিশনে সমুদ্রের ওপরে উড়ছিল, তখন পাখির সঙ্গে সংঘর্ষে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পরে বিমানটির পাইলট ক্যাপ্টেন এম শিওখা- ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব বিমান থেকে ঝাঁপ দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সমর্থ হন। প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা প্রচ- ধোঁয়া উঠতে দেখেছেন। এ সময় প্যারাসুটের সাহায্যে দুই বৈমানিক বেরিয়ে যান। যুদ্ধবিমানটি একটি খোলা জায়গায় বিধ্বস্ত হওয়ায় জানমালের ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। দুর্ঘটনার তদন্তের জন্য নৌবাহিনী তদন্ত বোর্ড গঠন করেছে। এরআগে গত মার্চে রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। বিমানটির পাইলট আগেভাগেই বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে সমর্থ হওয়ায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র গতকাল সংবাদ সংস্থাকে বলেন, যুদ্ধবিমানটি গোয়া থেকে আকাশে উড়েছিল। এ সময় পাখির সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এরপরেই বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনাগ্রস্ত বিমানের বৈমানিক ক্যাপ্টেন এম শিওখান্ড এবং লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদবের সঙ্গে কথা বলেছেন। তাঁরা সময়মত দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বেরোতে সমর্থ হওয়ায় এবং উভয়েই নিরাপদ থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। রাজনাথ সিং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেছেন। খবর – পার্সটুডে