পাইকগাছা শিক্ষা অফিসে প্রাথমিক বিদ্যালয়ের ২ প্রধান শিক্ষকের মধ্যে মারপিট

0
711

শেখ নাদীর শাহ্,কপিলমুনি::


পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসে কথাকাটাকাটি করে দুই প্রধান শিক্ষকের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’শিক্ষক একে অন্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমতলা সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় ওকপিলমুনির রেজাকপুর কাশিমনগর সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মিজানুর রহমানের সঙ্গে উক্ত মারপিটের ঘটনা ঘটে।

এব্যাপারে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় সাংবাদিকদের জানান, ইউএনও অফিস থেকে প্রয়োজনীয় কাজ সেরে উপজেলা শিক্ষা অফিসে যাই। সেখানে বসে থাকা জি,এম, মিজানুর রহমান আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে আমাকে এলোপাথাড়ি মারপিট করে।

অন্যদিকে, শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুলের প্রয়োজনীয় কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম। হঠাৎ রবীন্দ্রনাথ সহ কয়েকজন শিক্ষক দলবদ্ধ হয়ে অফিসে শোডাউন দিচ্ছিল। তখন আমি তাদেরকে বলি আপনারা এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? শুধুমাত্র এ কথা বলায় রবীন্দ্র নাথ আমার উপর ক্ষিপ্ত হয়ে জামার কলার ধরে টেনে হিচড়ে ছিঁড়ে দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।আমি তাৎক্ষণিক আত্মরক্ষার্থে তাকে একটা ঘুষি মারি।

শিক্ষকদের নিজেদের মধ্যে সামান্য কতাকাটাকাটিকে কেন্দ্র করে এহেন মারামারির ঘটনায় অভিভাবক মহল সহ এলাকার সচেতনমহকে প্রশ্নবিদ্ধ করেছে ।