পাইকগাছায় হার্টের দুটি বাল্ব নষ্ট হওয়া নূর আলী বাঁচতে চায়

0
313

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার হতদরিদ্র পরিবারের সন্তান নূর আলীর হার্টের দুটি বাল্ব নষ্ট হওয়ায় সে বিনা চিকিৎসায় অসহায় হয়ে পড়েছে। অন্য দশজনের মত নুর আলী বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। তার চিকিৎসার ব্যয়ভার বহন করা দরিদ্র পিতার পক্ষে সম্ভব নয়। উপজেলার লস্করের হতদরিদ্র পিতা ওয়াজেদ আলীর একমাত্র পুত্র নূর আলীর দীর্ঘদিন যাবৎ হার্টের দুটি বাল্ব নষ্ট হয়ে গেছে। একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য যে টুকু সহায় সম্পদ ছিল তা বিক্রি করে সন্তানের চিকিৎসার খরচ করেছেন। তাকে ভারতে ভাল চিকিৎসকের নিকট নিয়ে হার্টের বাল্ব পরিবর্তন করতে পারলে সে সুস্থ হয়ে যাবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন। তাদেরব পরামর্শ অনুযায়ী হতদরিদ্র পিতা শেষ সম্বল বিক্রি করে নূর আলীকে ভারতে নিয়ে যায়। কিন্তু হার্টের বাল্ব ও অপারেশনের প্রায় ৫ লক্ষ টাকা জোগাড় করতে না পেরে পুত্রকে নিয়ে বাড়িতে ফিরে এসে অসহায় হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। সরেজমিনে তথ্যানুসন্ধানে ওয়াজেদ আলীর বাড়ীতে যেয়ে নূর আলীর পাশে বসে পিতা, মাতা ও তার স্ত্রীকে কাঁদতে দেখা যায়। এ সময় ওয়াজেদ আলী বলে, আমি একজন হতদরিদ্র মানুষ। আমার শেষ সম্বল টুকু বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছি। কিন্তু এখনও সুস্থ করতে পারেনি। তার হার্টের বাল্ব ও অপারেশনের জন্য প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। আমার এখন বয়স হয়েছে। পরিবারের সদস্য সংখ্যা ৬জন। এ সংসারে নূরআলীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে অসুস্থ হওয়ায় একদিকে চিকিৎসা খরচ, অন্য দিকে সংসার ভরণ পোষণ চালাতে আমরা রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছি। আপনাদের এবং সমাজের সকলের সহযোগিতা পেলে হয়ত অসহায় আমার এই পরিবারটি বেঁচে যাবে। নূর আলীর স্ত্রী কান্না বিজড়িত কণ্ঠে বলে, ৬ বছর পূর্বে আমাদের বিয়ে হয়। বর্তমানে আমাদের তিন বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী অসুস্থ হওয়ায় আমরা একবেলা আধাবেলা খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। সময় মত ছেলের মুখে খাবার তুলে দিতে পারছি না। অসুস্থ নূর আলী বলে, আমি বাঁচতে চাই, সমাজে আর দশজনের মতো চলাফেরা করতে চাই, আমার এক মাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাই। ভুক্তভোগী পরিবার সহ এলাকার সচেতন মহল নূর আলীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান সহ সর্বস্তরের মানুষ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। যেসব বিত্তবান ও স্বহৃদ ব্যক্তিবর্গ নূর আলীকে সাহায্য করতে চান তাদেরকে নূর আলীর স্ত্রীর সোনালী ব্যাংক, পাইকগাছা শাখার সঞ্চয়ী হিসাব নং- ০০২১০৭০৭১ অথবা বিকাশ ০১৭৫৬-৮২২৯৫৭ এ সাহায্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।