পাইকগাছায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলা, গ্রেফতার নেই

0
358

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পরিবারের সদস্যদের ভয়-ভীতি প্রদর্শন করছে। এতে করে নির্যাতিত পরিবারটি অনেকটা বন্দি হয়ে পড়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রæতার জের ধরে গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পাইকগাছা উপজেলার শাহাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান সরদারের বাড়িতে দুর্বৃত্তরা দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গৃহকর্তা মিজানুর রহমান (৫৬), মাছুরা বেগম (৪৮), কুলসুম বেগম(২৫) ও গোলাম রসুল (১৯) আহত হয়। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মাসুম বিল্লাহ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। যার নং-৬, তাং-৬.৯.১৯ইং। আসামীরা হলো সিরাজুল সরদার, মুকুল সরদার, জিল্লুর সরদার, শহিদ সরদার, সবুজ সরদার, হাসান সরদার, মোতালিব সরদার, জালাল সরদার, নিয়ামত সরদার ও হাবিব সরদার। মামলায় দায়েরের পর আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বাদী ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য ভয়-ভীতি দেখাচ্ছে। দুর্বৃত্তদের ভয়ে পুরো পরিবারটি অনেকটা বন্দি জীবন যাপন করছে। বিষয়টি পুলিশকে অবগত করার পরও তারা আসামীদের গ্রেফতার করছে না বলে ভিকটিমের অভিযোগ। তিনি বলেন, আসামীরা গত শনি ও রবিবার সকালে তার বাড়িতে চড়াও হয়। এ সময় তারা মামলা প্রত্যাহারের জন্য গালিগালাজ করে। মামলাটি তদন্ত করছেন এসআই মিন্টু মিয়া। থানার ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শুনেছি, আসামীরা আদাল থেকে জামিন নিয়েছে।