পাইকগাছায় এনএসবি ব্রিকস’র রেজাউল ষড়যন্ত্রের শিকার : থানায় জিডি

0
211

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পুরাইকাটিস্থ এনএসবি ব্রিকস (ইটভাটা) এর পার্টনার রেজাউল ইসলাম ষড়যন্ত্রের শিকার সহ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরী করেছেন।
এ ডায়েরীতে পুরাইকাটি গ্রামের এজাহার আলী শেখের পুত্র মোঃ রেজাউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি এনএসবি ব্রিকস (ইটভাটা)-এর মালিক মোঃ শাহীনুর রহমান ভাটা পরিচালনা করাকালে আর্থিক সংকটে পড়েন। তখন ভাটা বন্ধের উপক্রম হয়। ঐ অবস্থায় তিনি গত ৩ নভেম্বর’২০১৯ নোটারী পাবলিক এফিডেভিট মাধ্যমে ভাটার অর্ধাংশের পার্টনারশীপ গ্রহণ করেন। অতঃপর রেজাউল লাখ লাখ টাকা বিনিয়োগে ইট ভাটা চালু করেন। তবে শাহিনুর ঋণের দায়ে এলাকা ছাড়া এবং পার্টনারশীপের শর্ত মোতাবেক কোন অর্থ বিনিয়োগ করতে পারে নাই। এ অবস্থায় শাহিনুর রহমান আত্মগোপনে থেকে তার স্ত্রীকে দিয়ে এবং স্থানীয় প্রভাবশালীরা একত্রিত হয়ে ইটভাটা জবর দখল, ক্ষতিসাধন এবং ভাটার শান্তি শৃংখলার অবনতি ঘটনানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই শান্তিপূর্ণভাবে ইট ভাটা পরিচালনার স্বার্থে নিরুপায় হয়ে রেজাউল ইসলাম সোমবার তার পার্টনার শাহীনুর দম্পত্তি সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় একটি জিডি করেন। যার নং- ৮০৮।