পাইকগাছার দেলুটিতে ক্ষতিগ্রস্থ পাউবোর বেড়িবাঁধের পাশে স্বেচ্ছাশ্রমে নির্মিত বিকল্প রিং বাধটিতেও ভাঙ্গন, ফের লবণ পানি ঢুকছে লোকালয়ে

0
439

ভয়াবহ ঝুঁকির মুখে বিস্তুীর্ণ অঞ্চলের মানুষ

শেখ নাদীর শাহ্ :


আম্ফানের আঘাতে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের কালীনগরে ভয়াবহ ভাঙ্গনের শিকার পাউবোর বেড়িবাঁধের পাশে নির্মিত বিকল্প রিং বেঁড়িবাধটি ভেঙ্গে ফের লবন পানি ঢুকছে লোকালয়ে।

শনিবার স্থানীয় সহস্রাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ৫ শ’ ফুট বিকল্প রিং বাঁধের কাজটি শেষ করে। এর কিছুক্ষণ পর দুপুরে প্রবল জোয়ারের উপচে পড়া পানিতে বাঁধের প্রায় ২শ ফুট অংশ ভেঙে পোল্ডার অভ্যন্তরে লবন পানি ঢুকছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য সুপদ রায় ও বিশ্বজিৎ মন্ডল জানান, ভয়াবহ আম্ফানের প্রভাবে নদী ভাঙ্গনে উপজেলার দেলুটির কালীনগর, হরিনখোলা, দারুনমল্লিক, বিগরদানা, দুর্গাপুরসহ অন্তত ১৩ টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক শ’ হেক্টর তরমুজের ক্ষেত, কাঁচা ফসল ভেসে গেছে। ঘর-বাড়ি, পুকুর তলিয়ে কোটি-কোটি টাকার সম্পদের ক্ষতিসাধন হয়েছে।

দেলুটি স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বেড়িবাঁধের ভাঙ্গনে সেখানকার গেওবুনিয়াসহ কয়েক গ্রামের মানুষ পানি বন্দি হয়ে অবর্ণনীয় দূর্ভোগের মধ্যে রয়েছে।

পাউবোর স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন জানান, এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে গেবুবুনিয়াতে বিকল্প রিংবাঁধ দিয়েছেন। তবে ২০ নং পোল্ডারের নড়ায় দ্রুত ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত না করলে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনায় কয়েক গ্রামের মানুষ স্থায়ী জলাবদ্ধতায় রীতিমত পানিবন্দি হয়ে পড়বে।

অন্যদিকে শনিবার (২৩ মে) সকালে পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী গড়ইখালীর খুতখালী ঝুকিপূর্ন বেঁড়িবাধ পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত পদক্ষেপে শেখ হেলাল উদ্দীন-এমপি ও স্থানীয় এমপি-আকতারুজ্জামান বাবু’র প্রচেষ্টায় ঝড়ে ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধ সংস্কার, উদ্ধার তৎপরতা,পুণর্বাসনসহ মানুষের জান-মালের নিরাপত্তায় সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী কর্মতৎপরতাকে স্বাগত জানিয়েছে তারা।