পাইকগাছার গোপালপুরে জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

0
257

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ-পাল্টা অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না। পক্ষদ্বয়ের মধ্যে শান্তি ভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, এলাকার শান্তিপ্রিয় জনগণ। ৪জন আইনজীবীর আইনগত মতামতে জানা যায়, উপজেলার গোপালপুর মৌজার সি,এস ৫৩নং খতিয়ানে ২৮২, ২৮৩ সহ ৬টি দাগে ২.২৯ একর জমি রয়েছে। উক্ত সম্পত্তির ৮ আনা অংশের ১.১৪৫ একর সম্পত্তির মালিক থাকেন অহেদ সরদারের পুত্র আব্দুল সরদার। তার মৃত্যুান্তে একমাত্র পুত্র জাকের সরদার ও কন্যা আয়মান বিবি ওয়ারেশ সূত্রে ৭৬ শতক ও ৩৮ শতক জমি প্রাপ্ত হন। জাকের সরদার তার প্রাপ্য সম্পত্তি হতে স্থানীয় অহেদ আলী বরাবর ১৩ শতক জমি বিক্রি করেন। যা ক্রম হস্তান্তরে তাছের মোড়ল মালিক হন। জাকের সরদারের মৃত্যুান্তে তার পুত্র মফিজ উদ্দীন ২১৬/৭২ নং রেজিঃ কোবলায় ৪১ শতক সম্পত্তি তাছের মোড়ল ও আনসার মোড়ল বরাবর এবং পরে আছির উদ্দীন ও মোকাম গাজী বরাবর ২০ শতক সম্পত্তি বিক্রি করে নিঃস্বত্ত্ববান হন। জাকেরের বোন আয়মান তার প্রাপ্ত সম্পত্তির ২৫ শতক আছির উদ্দীন মোড়ল গং এবং ১৩ শতক তাছের মোড়ল বরাবর হস্তান্তর করে নিঃস্বত্ববান হন। অপরদিকে, মৃত মেহের সরদারের ৩ পুত্রের মধ্যে ২ পুত্র নিঃসন্তান অবস্থায় মারা গেলে এক পুত্র পান্দাড় সরদার আট আনা অংশে ১.১৪৫ একর সম্পত্তির মালিক থাকেন। তিনি উক্ত সম্পত্তি হতে ১৫ শতক, মংলা সরদার এবং ২৫ শতক সম্পত্তি মান্দার মোড়ল বরাবর হস্তান্তর করেন। বাকী ৭৫ শতক সম্পত্তি স্থানীয় জেহের, কেরামত ও মেছের বরাবর হস্তান্তর করেন। মেছের তার সম্পত্তি তাছের, আছির উদ্দীন, আনসার ও সোহরাব বরাবর ২৫ শতক হস্তান্তর করেন। এদিকে, নিঃস্বত্ব মফিজ উদ্দীনের নিকট থেকে আফছার আলী ৩৮ শতক জমি খরিদ করেন। যার কোন স্বত্ব, স্বার্থ কিছুই ছিল না। এদিকে, মেহের মোড়ল, জেহের মোড়ল ও জমাদ্দার মোড়ল পাট্টা দলিলে ৫৮ শতক সম্পত্তি আব্দুল সরদার হতে পাট্টায় খরিদ করলেও এস,এ রেকর্ড না পেয়ে আফসার গংরা ৪৪২/৬৬ নং দেওয়ানী এবং ১১৩/৮৪নং আপীল মামলা করে হেরে যাওয়ায় তারা উক্ত সম্পত্তি থেকে বঞ্চিত হন। সে ক্ষেত্রে আব্দুলের পুত্র ও কন্যা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে যাদের নিকট জমি হস্তান্তর করেন তারা বিআরএস রেকর্ড পেয়ে ভোগ দখলে আছেন। কিন্তু উক্ত সম্পত্তি নিয়ে আফছার মোড়ল ও তাছের মোড়লের পুত্রদের মধ্যে জমির ভাগ বাটোয়ারা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোন সুরাহা মিলছে না। এলাকার শান্তিপ্রিয় জনগণ বিষয়টি নিরসনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।