নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন ফারুক

0
236

খুলনাটাইমস বিনোদন: চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ও রাজনৈতিক ব্যক্তিত্বÑএকাধিক পরিচয়ে পরিচিত তিনি। সব ছাপিয়ে ভক্তদের কাছে তার বড় পরিচয় তিনি ‘মিয়া ভাই’। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। গত কয়েকমাসের অভিযানে বেরিয়ে এসেছে সরকার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজিসহ বিভিন্ন কেলেঙ্কারি। এ নিয়ে নড়েচড়ে বসেছেন ঢাকা ১৭ আসনের সাংসদ ফারুক। তিনি তার নেতাকর্মীদের ডেকে এ বিষয়ে হুঁশিয়ারি করে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে নায়ক ফারুক তার অফিসে ডেকেছিলেন গুলশান-বনানীর নেতাকর্মীদের। এ সময় তিনি বলেন, ‘ঢাকা ১৭ আসনে আমি থাকতে কোনো চাঁদাবাজি হতে দেব না। সে যেই হোক, কোনো চাঁদাবাজির রির্পোট আসলে ব্যবস্থা নেব। কোনোরকম ছাড় দেওয়া হবে না।’ স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফারুক। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন।