নারী নির্যাতন রুখতে সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

0
682

খুলনা টাইমস রিপোর্ট :
তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান বলেছেন, বাঙালি সংস্কৃতির যতœবান চর্চা নারী নির্যাতন রুখতে অনবদ্য ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার ভিআইপি সেমিনার হলে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত ‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মুরাদ হাসান বলেন, ‘বাঙালি সংস্কৃতিতে নারীকে কখনো খাটো করে দেখা হয়নি, বরং নারীকে সম্মান ও স্তুতি জানিয়ে রচিত হয়েছে সাহিত্য, নৃত্য, গীত ও নানাকলা’। তিনি বলেন, ‘নারী নির্যাতন আমাদের সংস্কৃতিবিরোধী। কোনো সংস্কৃতিবান মানুষ নারী নির্যাতন করতে বা একে সমর্থন করতে পারেনা। এজন্য জনগণের মাঝে সংস্কৃতিচর্চা আরো ছড়িয়ে দিতে হবে।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চার হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙালি সংস্কৃতি হচ্ছে মমতা ও নারী-পুরুষের সহমর্মিতার ধারক ও বাহক। আদিকাল থেকেই এদেশের কিষাণ-কামার-কুমার-তাঁতী-জেলে যখন কাজ করে, তাদের গৃহবধুরা তাদের জন্য খাবার তৈরি করে পৌঁছে দেয়, একসাথে তারা ধান ভাঙে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এ এক অপূর্ব সহাবস্থান সেই তখন থেকে চলে আসছে।’ মুরাদ হাসান বলেন, ‘সংস্কৃতি ও ধর্মচর্চা উভয়েই মানুষের সুকুমারবৃত্তিকে জাগ্রত রাখে, যা নারী নির্যাতন রোধে একন্ত জরুরি।’ কবি অসীম সাহার সভাপতিত্বে ও ড. শাহদৎ হোসেন নিপু’র সঞ্চালনায় আলোচনা সভায় ড. মাসুদ পথিক, কবি আসলাম সানী, সংস্কৃতিকর্মী এফ এম শাহীন প্রমূখ বক্তব্য রাখেন।