নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের পক্ষ থেকে হোমিও ঔষধ প্রদান

0
630

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং ইউনিক হোমিও ল্যাবরেটরী প্রাঃ লিঃ এর সৌজন্যে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধকল্পে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা নগরীর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ প্রদান করা হয়। বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের পক্ষ থেকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সৈয়দ মোঃ ওবায়দুল্লাহ রিপন ও পবিত্র কুমার সরকার এবং রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ এর কাছে এ ঔষধ হস্তান্তরকালীণ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ অপূর্ব কুমার দাস, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগর সভাপতি ডাঃ মনোজ কুমার মজুমদার, সহ-সভাপতি ডাঃ মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ অমিত কুমার বসু সহ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।