নগরবাসীর কাংখিত উন্নয়ন বুঝে নিতে লাঙ্গলে ভোট দিন: জাপা মেয়র প্রার্থী মুশফিকুর রহমান

0
430

বিজ্ঞপ্তি: আসন্ন ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান লাঙ্গল প্রতিকের সমর্থনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী গনসংযোগ ও পৃথক কর্মি সভায় নগরবাসীর উদ্দেশ্যে বলেন, যে উদ্দেশ্যেকে সামনে রেখে পল্লীবন্ধু এরশাদ খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘ বছরে খুলনাবাসী সেই নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিগত দিন গুলিতে নগরভবনকে দলীয় করনের মাধ্যমে সেবামুখী প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট করা হয়েছে। মুখে সকলে তিলোত্তমা নগরীর স্বপ্ন দেখালেও ড্রেনেজ সমস্যা, চলাচল অযোগ্য রাস্তাঘাট, সর্বপরী ক্ষমতা যার নগর ভবনের দখল তার এই অবস্থা চলে আসছে। তিনি বলেন চলমান অবস্থার পরিবর্তন ঘটাতে এবং কাংখিত নাগরিক সেবা বুঝে নিতে আগামী ১৫ মে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আজ সকাল থেকে লাঙ্গলের সমর্থনে নগরির ১৬, ১৭, ২২, ২৩, ২৪ ও ২৯ নং ওয়ার্ডের করিম নগর, আর্ট কলেজ, নিরালা, কাষ্টমঘাট, নতুন বাজার, রুপসাঘাটসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও ভোটারদের সাথে মত বিনিময় করেন। সন্ধ্যায় তিনি ডাকবাংলাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে নির্বাচনী কৌশল গ্রহন ও বিভিন্ন উপকমিটি গঠনের সভায় যোগদান করেন। খুলনা মহানগর জাপার যুগ্ম আহবায়ক শেখ সাদীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সদস্য ও জেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব ইসমাইল খান টিপু, মহানগর যুগ্ম সদস্য সচীব তৈমুর হোসেন শাহিন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মহানগর ও বিভিন্ন থানার জাপানেতা আনিসুর রহমান, আশরাফুল ইসলাম সেলিম, নজরুল ইসলাম আজাদ, রহমত আলী খান, মোঃ কালাচাদ, কাজী শহিদুল কাদির উৎসব, জয়দেব ভৌমিক, শাহাজান আলী সাজু, শাহানাজ পারভিন, ওয়াসেক উল্লাহ হোসাইনী রাজিব, শফিকুল ইসলাম বাচ্চু, জাকির হোসেন, দলীয় কাউন্সিলর প্রার্থী মোল্যা সাইফুল ইসলাম ২৭ নং ওয়ার্ড, মোঃ শাহাবুদ্দিন ১২ নং ওয়ার্ড, আবু আসলাত মোড়ল ৪ নং ওয়ার্ড, কাজী হাসানুর রশিদ রাসেল ২২ নং ওয়ার্ড, শাহাজান সিরাজ ১ নং ওয়ার্ড, ফকির লুৎফর রহমান, দেশ আহম্মেদ রাজু, আলাউদ্দিন ফকির, দেলোয়ার হোসেন, শহিদ হাওলাদার, বাবুল হাসান রাজু, জমির উদ্দিন, এ্যাডঃ হাফিজুর রহমান শান্ত, মোঃ কুট্রি, ই¯্রাফিল মোল্যা, আলতাফ মোল্যা, মোঃ শহিদ, ওয়াদুদ মোড়ল, এস এম হাফিজুর রহমান, আঃ সালাম, বেল্লাল হোসেন প্রমুখ। সভায় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানোর পাশাপাশি কর্ম কৌশল গ্রহন ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।