নকল ও অননুমোদিত পণ্য উৎপাদন করায় খুলনায় ফারুক ফুডস্ সীলগালা

0
284

নিজস্ব প্রতিবেদক: নকল ও অননুমোদিত পণ্য উৎপাদন করায় ফারুক ফুডস্কে সীলগালা এবং ২ লাখ টাকার জব্দকৃত নকল পণ্য ধ্বংস করেছে খুলনা জেলা প্রশাসন। বুধবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেবাশীষ বসাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী কমিশনার দেবাশীষ বসাক আরও জানান, খুলনা মহানগরীর লবণচরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল ও অননুমোদিত পণ্য উৎপাদন করায় ফারুক ফুডস্কে সীলগালা করে দেওয়া হয় এবং ২ লাখ টাকা মূল্যমানের জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়। অপরদিকে নগরীর পিটিআই মেড়স্থ চাইনীজ প্যালেসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আনসার ব্যাটেলিয়ান অংশ নেয়।