নওগাঁয় সাপের ছোবলে দম্পতির মৃত্যু

0
248

খুলনাটাইমস: নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের ছোবলে বেলাল হোসেন (২৬) ও তার স্ত্রী মৌসুমী আক্তারের (২১) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে ছোবলে মারে। বিষয়টি তারা বুঝতে পেরে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই বেলালের পরিবারের সদস্যরা সাপটি ধরতে সক্ষম হন। স্থানীয়রা আরও জানান, মাসখানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজউদ্দিনও মারা যান। মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।
যুবকের লাশ উদ্ধার: নওগাঁর ধামইরহাট উপজেলায় রুপ লাল (১৮) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। রুপ লাল উপজেলার বড় মোল্লা পাড়ার অনিলের ছেলে। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গ্রামের পাশেই একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, রুপ লালের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।