ধোনিকে পেছনে ফেলতে ২৫ রান প্রয়োজন কোহলির

0
208

খুলনাটাইমস স্পোর্টস : অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের দিক দিয়ে চতুর্থস্থানে আছেন ভারতের বিরাট কোহলি। তার উপরে আছেন কোহলির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির সাথে কোহলির রানের ব্যবধান ২৪। অর্থাৎ অধিনায়ক হিসেবে ৭২ ম্যাচে ১১১২ রান ধোনির। আর ৩৫ ম্যাচে কোহলির রান ১০৮৮। তাই ধোনিকে টপকে যেতে কোহলির দরকার আর মাত্র ২৫ রান। আগামীকাল হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ২৫ রান করতে পারলেই অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। এই তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। ৪০ ম্যাচে ১২৭৩ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪১ ম্যাচে ১১৪৮ রান তার। উইলিয়ামসনকেও ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে কোহলির। এজন্য ৬১ রান করতে কোহলিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দু’ম্যাচে ৫৫ রান করেছেন কোহলি। সিরিজে এখনও তিনটি ম্যাচ বাকী। বাকী তিন ম্যাচে কোহলির ব্যাট জ্বলে উঠলেই, ধোনি-উইলিয়ামসনকে ছাড়িয়ে যেতে পারেন তিনি। অবশ্য একইসাথে নিজের রান সংখ্যাকে বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন কিউই দলপতি উইলিয়ামসন।