ধানের মূল্য বৃদ্ধির দাবিতে খুবিতে মানববন্ধন অনুষ্ঠিত

0
558

খবর বিজ্ঞপ্তি: ধানের মূল্য বৃদ্ধির দাবিতে গতকাল বেলা দেড়টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক -শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের হাদী চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দেশে ধানের মূল্যবৃদ্ধির দাবি জানানো হয়। এ ব্যাপারে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান বলেন আমাদেরকে প্রকৃতসত্য অনুধাবন করতে হবে যে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। এখনও পর্যন্ত আমাদের জিডিপি বৃদ্ধিসহ মানুষের জীবন ধারণের অনেক কিছুই কৃষির উপর নির্ভরশীল। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন করেন সেখানে বিশেষত শ্রমব্যয় ও অনান্য উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সঙ্গতকারণে ধান উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষক ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারছেন না। সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে সে দরেও যদি ধান বিক্রি করে টাকা হাতে পেতেন তা হলেও কৃষকের কিছুটা লাভ থাকতো। কিন্তু কৃষক কম দরে বাকিতে ধান বিক্রি করে ক্রেতার কাছে ধর্ণা দিয়েও টাকা পাচ্ছেন না। এটা কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উপর বড় ধরনের চাপ। কৃষক যদি লাভ না পান, উৎসাহ না পান, তাহলে তারা ধান উৎপাদনে আগ্রহ হারাবেন। আমাদের খাদ্য নিরাপত্তা হুমকিগ্রস্থ হলে অনেক কিছুর উপরই তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কৃষককে বাঁচাতে ধানের মূল্য বৃদ্ধি করা দরকার। মানব বন্ধনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।