দ্রব্যমূল্যের উর্দ্ধ গতিতে ইসলামী আন্দোলন নগর শাখার উদ্বেগ

0
295

খবর বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভায় দ্রব্যমূল্যের উর্দ্ধ গতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন যেভাবে পেঁয়াজ, মরিচ, রসুন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তা দেশবাসী হতবাগ। এভাবে নিয়ন্ত্রণ ছাড়া যদি বাড়তে থাকে তাহলে দেশের মানুষ ফুঁসে উঠবে, এভাবে দ্রব্যমূল্য বাড়তে দেয়া যায়না। সরকারকে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অবিলম্বে বানিজ্য মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি তা নাহলে আপনি অবিলম্বে পদত্যাগ করুন।
মঙ্গলবার রাত ৮ টায় পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। জরুরী সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি আলহাজ্ব মাওঃ মোজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মুফতী মাহবুবুর রহমান, শায়খুল ইসলাম বিন হাসান ও মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মুফতী শহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।