‘‘দৈনিক খুলনা টাইমস’’ এর যাত্রা শুভ হোক

0
2415

বিশেষ সম্পাদকীয়:
আজকের খুলনা আগামীর বাংলাদেশ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২রা ডিসেম্বর ২০১৮ রবিবার থেকে যাত্রা শুরু করলো ‘‘দৈনিক খুলনা টাইমস’’। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের কাছে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করা সংবাদমাধ্যমটির প্রথম যাত্রা শুরু হয় অনলাইন নিউজপোর্টাল হিসেবে। দিনটি ছিল ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর। ওইদিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এবং একই সাথে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন। জন্মলগ্নের সেই ক্ষণের স্মৃতি ধারণ করতে তখন বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সেই থেকে শুরু একঝাঁক তরুণ সংবাদকর্মীর পথচলা।

এরপর অগ্রযাত্রার পালা। তবে সহজ ছিল না সেই লক্ষে পৌছানো। পথে পথে বাধা-বিপত্তি যেমন কমতি ছিল না, তেমনি ঘাঁটতি ছিল না শুভাকাঙ্খী ও শুভনূধ্যায়ীদের অগাধ ভালবাসা ও সহযোগিতার। অনুকূল ও প্রতিকূল- উভয় পরিবেশের মাঝেই আমাদের তরুণ সংবাদকর্মীরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকে। অনলাইনের পর ‘‘সাপ্তাহিক খুলনা টাইমস’’ আত্মপ্রকাশ ঘটে। এইতো সেদিনকার কথা, চলতি বছরের ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে। তখন তাড়াহুড়া করে ‘‘সাপ্তাহিক খুলনা টাইমস’’ পত্রিকা প্রকাশ করতে যেয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হয়নি, সত্যি…। তবে পাঠকের আস্থা ও বিশ^াস অর্জনে সত্য প্রকাশে কখনও পিছু হটেনি আমরা তথা আমাদের আপোষহীন সংবাদকর্মীরা।

এবার চূড়ান্ত অগ্রযাত্রার পালা, একঝাঁক ওই তরুণ সংবাদকর্মীর স্বপ্ন-সাধনার, অগ্রযাত্রার পালা- তারুণ্যের আলো ছড়িঁয়ে দেবার, সত্য প্রকাশে আপোষহীনতার, সত্যের রণক্ষেত্রে জয়ী হবার। সেই ধারাবাহিকতায় এবার দৈনিক পত্রিকা হিসেবে আবির্ভাব ঘটলো আপনাদের প্রিয় সংবাদমাধ্যম ‘‘খুলনা টাইমস’’ এর। বিগত সময়ের ন্যয়, আগামী দিনেও ‘‘দৈনিক খুলনা টাইমস’’ পত্রিকা তার সকল প্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খী ও শুভনূধ্যায়ীদের অব্যাহত সহযোগিতা ও ভালবাসায় সিক্ত হবে সেই প্রত্যাশা রাখছি। সাথে থাকুন…পাশে রাখুন…

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় ‘‘দৈনিক খুলনা টাইমস’’ পত্রিকাটির ডিক্লারেশন (ঘোষণাপত্র) প্রদান করা হয়। খুলনা অতিরিক্তি জেলা প্রশাসক জিয়াউর রহমানের দপ্তরে পত্রিকার প্রতিনিধিগণের মধ্যে এসময় ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন আহমেদ, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্ম-সম্পাদক ইয়াছিন আরাফাত, বার্তা সম্পাদক এম জে ফরাজী, আইন সম্পাদক এড. মেহেদী হাসান, রিপোর্টার উদয় হালদার। আরও ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ফটো সাংবাদিক তুফান গাইন।