দেশের ৪ হাজার কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী

0
352

টাইমস ডেস্ক : অতিবৃষ্টি ও বন্যায় দেশের ৪ হাজার কিলোমিটারের বেশি রাস্তা হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। তবে এসব সড়কে চলাচলে আপাতত নির্ভর করতে হচ্ছে সাময়িক মেরামতেই। পর্যাপ্ত অর্থের যোগান নেই তাই ৩ মাসের মধ্যে পূর্ণ মেরামতের কাজ শুরুর সম্ভাবনা দেখছে না সড়ক বিভাগ।

দেশের ২২ হাজার কিলোমিটার সড়কের মধ্যে ৪১০০ কিলোমিটারই বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর অবস্থান রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে।

স্থানে স্থানে ভেঙে যাওয়ায় খুলনা-যশোর,ঢাকা-ময়মনসিংহ, ঢাকা -টাঙ্গাইল ও ঢাকা-রংপুর,কুষ্টিয়া-ঢাকা মহাসড়ক যাত্রীদের কাছে এক ভয়াবহ অভিজ্ঞতা। বিভিন্ন এলাকায় উপজেলা বা ইউনিয়নের সংযোগ সড়কগুলোরও বেহাল অবস্থা। এক ঘণ্টা রাস্তা যেতেও কোন কোন ক্ষেত্রে লাগছে ৩-৪ ঘণ্টা।

অসহায়ত্ব ফুটে উঠছে ট্রাফিক পুলিশের কণ্ঠেও। রাস্তা মেরামতের আগে যানজট কমার কোন সম্ভাবনা দেখছেন না তারা।

ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তা ৩ মাসের আগে সম্ভব নয় বলছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

বড় ধরনের টেন্ডার না হওয়ায় শুরু হচ্ছে না পূর্ণ মেরামত কাজ। ফলে আপাতত ইট-বালুর জোড়াতালিতেই ভরসা রাখছে সড়ক বিভাগ।