দেশকে টুকরো হওয়া থেকে বাঁচাতে পারবে না পাকিস্তান: দিল্লি

0
277

খুলনাটাইমস বিদেশ :কাশ্মির ইস্যুতে পাকিস্তানের আক্রমণাত্মক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার পাটনায় বিজেপির এক সমাবেশে দেওয়া বক্তব্যে এ নিয়ে ইসলামাবাদকে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। রাজনাথ বলেন, ১৯৬৫ ও ১৯৭১ সালের ভুল আর করার চেষ্টা করবেন না। তাহলে পাকিস্তানকে টুকরো হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। রাজনাথ সিং বলেন, ‘সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মিরে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন, সীমান্ত এলাকার দিকে যাবেন না। খুবই ভালো পরামর্শ। কারণ একবার সীমান্তে এলে তারা আর ফিরে যেতে পারবে না।’ ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ ফের যদি একাত্তরের ভুল করে তাহলে দুনিয়ার কোনও দেশই তাকে ফের ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারবে না। ওদের মনে রাখা উচিত বালুচ ও পশতুনদের ওপর কী ধরনের নিপীড়ন চলছে।’ সমাবেশে কাশ্মির থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রশংসা করেন বিজেপি নেতারা। এই প্রসঙ্গে রাজনাথ বলেন, জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা ছিল এক ধরনের ক্যান্সারের মতো। এতোদিন ধরে এর মারাত্মক ফল ভোগ করছিল রাজ্যের মানুষ। এমন সময়ে রাজনাথ সিং কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন যার কিছুদিন আগেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরকেও ভারতের অংশ বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ মাসেই এক সংবাদ সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরও ভারতের অংশ। একদিন আক্ষরিক অর্থেই দিল্লি অঞ্চলটির নিয়ন্ত্রণ প্রত্যাশা করে। এস জয়শঙ্কর বলেন, জম্মু-কাশ্মির সম্পর্কে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে।২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা তুলে দিয়ে তথা কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় ভারতের মোদি সরকার। সরকারি বাহিনীর লাখ লাখ সদস্য মোতায়েন করে ঘিরে ফেলা হয় পুরো উপত্যকা। সেখানে ব্যাপক ধরপাকড় ও সরকারি বাহিনীর তা-বের মতো বিষয়গুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, মানুষের নিজের মতবাদ প্রকাশের অধিকার রয়েছে। আমি খুব কম এ রকম খবর দেখেছি যেখানে বলা হয়েছে, ৩৭০ ধারা ছিল একটি অস্থায়ী আইন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মির নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ সাল থেকেই ভারতের অবস্থান পরিষ্কার। আমার ক্ষেত্রে, আমার অবস্থান থাকবে। মার্কিন কংগ্রেসের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক কিছু বলে। কারণ, মানুষ বিশেষ সদস্যদের কাছে যায় এবং তারা যা বলা প্রয়োজন সেটাই বলে। তিনি বলেন, পাকিস্তান শুধু কথা বলছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কিছুই করছে না। ভারতের অবস্থান স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। তাদের আচরণ বিপথগামী ও অস্বাভাবিক। সূত্র: জি নিউজ, এনডিটিভি।