দেবহাটা সখিপুরে মা সমাবেশে ও তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তফা কামাল

0
432

আব্দুর রব লিটু ; দেবহাটা সখিপুর হাইস্কুলে মা সমাবেশে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সন্তানদের সু সন্তান এবং সু নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আদর্শ মায়েরাই যথেষ্ঠ ।যে সব সন্তান মাদক, জঙ্গীসহ বিভিন্ন ভাবে বিপথগামী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে সব সন্তানদেরকে ফিরিয়ে এনে সু সন্তান হিসেবে গড়ে তোলার জন্য মায়েরাই যযেষ্ট। এক জন মা তার সন্তানকে ছোট থেকে যে ভাবে লালন পালন করবে সে সেভাবেই গড়ে উঠবে।। ইসলাম মায়েদের অধিক সম্মান দিয়েছে। সংসার সুখের হয় রমনীর গুণে, সব মায়েরা চায় তার সন্তান ভাল থাকুক। তাই মায়েদেরই সব সময় লক্ষ রাখতে হবে তার সন্তান কি ভাবে চলছে। মায়ই পারে সন্তান শিক্ষিত করে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে। আপনাদের সন্তানদেরকে সু শিক্ষায় শিক্ষিত করে যথাযথ ভাবে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন।তা ছাড়া কোন ভাবেই যেন বাল্যবিবাহ না হয়ে সেদিকেও একটু লক্ষ রাখবেন। দেশকে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি মুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন । এ সময় তিনি হুশিয়ারী দিয়ে বলেন, কেহ যদি মেয়েদের উত্যক্ত করে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁদাবাজী করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।এগুলো সমাজকে কুরে কুরে খাচ্ছে। ধ্বংস হচ্ছে পরিবার, ধ্বংস হচ্ছে ভবিষ্যত।এ ছাড়া জাতির জনকের জন্ম শতবর্ষ যথাযথ ভাবে উৎযাপন এবং ক্লিন সাতক্ষীরা ,গ্রীন সাতক্ষীরা বাস্তবায়নে সকলে সহযোগিতা করবেন।আপনাদের বাড়ির আশ পাশ পরিষ্কার রাখবেন।দেবহাটা সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার ।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন,বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন সুধীজন।অনুষ্ঠান শেষে ক্লিন সাতক্ষীরা ,গ্রীন সাতক্ষীরা নির্মানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা ফেলানোর জন্য ওয়েস্ট বিন দেওয়া হয়। পরে দেবহাটায় মুজিববর্ষ পালনের জন্য দেবহাটায় তরুণ্যর ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন ডিসি পত্নী  লাভলী কামাল, উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে সরকারি কর্মকর্তা,শিক্ষক, সুধীজন, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুুজ্জামান।