দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও মশারী বিতরন

0
429

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা, মশারী বিতরন, কীটনাশক স্প্রে ও সচেতনতা মূলক লিফলেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় দেবহাটা থানার সার্বিক ব্যবস্থাপনায় ও দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে বাপ্পার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা-আশাশুনি সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য অধ্যপক ইয়াছিন আলী, এমএ মামুন, জি.এম আব্বাস উদ্দীন, মোসলেম আলী, মোমিনুর রহমান রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, ইয়াকুব হোসেন রাজু, মনিরুল ইসলাম, রুহুল আমিন, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম সহ প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে আরো সচেতন হতে হবে। তিনি এধরনের আয়োজন করার জন্য দেবহাটা প্রেসক্লাব নেতবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। তিনি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ হওয়ার আহবান জানিয়ে বলেন, কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করবেন। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থদেরকে মশারী, লিফলেট ও পোস্টার বিতরন করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশার কীটনাশক স্প্রে করা হয়।