দেবহাটায় ২শত বোতল ফেন্সিডিল ও মোটর সাইককেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
405

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২শত বোতল ফেন্সিডিল ও মোটর সাইককেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ বোতল ফেন্সিডিল ও ১৬০ সিসি একটি এ্যাপাসি মোটর সাইকেলসহ সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের আনছার আলী গাজীর ছেলে মেহেদী হাসান (২৫) এবং সাতক্ষীরা সদরের চালতেতলা গ্রামের নাজিমুদ্দীন গাজীর ছেলে তবিবুর রহমান (২৪) নামে দুই মাদক কারবারিকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশী পাহারায় চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনা মোতাবেক এএসআই মাজেদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বহেরা এলাকার ঈদগাহের পাশে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাদেরকে আটক করেন। অভিযানকালে মাদক কারবারিদের মোটর সাইকেলের ধাক্কায় এএসআই মাজেদুল ইসলামের ব্যবহৃত মোটর সাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাজেদুলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ২ শত বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, যারা মাদকসেবী বা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কঠিন অভিযান পরিচালনা করা হবে। এঘটনায় এএসআই মাজেদুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (বি) ধারায় দেবহাটা থানায় মামলা (নং-০৫) দায়ের করা হয়েছে।