দেবহাটায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের ৪র্থ দিনের স্প্রে, মশারি বিতরন

0
341

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ এবং দেবহাটা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করি” স্লোগান সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের ৪র্থ দিনের উপজেলার ৪টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কিটনাশক স্প্রে, মশারি ও সচেতনতামুলক টি-শার্ট এবং লিফলেট বিতরন করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপি জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফার ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এ কার্যত্রম পরিচালিত হয়। দিনের শুরুতে কর্মসূচির অংশ হিসাবে কুলিয়া ইউনিয়নের পুটিমারি, সুবানবাদ, টিকেট, আন্দুল পোতা, নুনে খোলা, হিজলডাঙ্গা, শশাডাঙ্গা, সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার, মাঘরী, চন্ডিপুর, চিনেডাঙ্গা, এনামপুর, কোঁড়া, নওয়াপাড়া ইউনিয়নের নাংলা, ঘোনাপাড়া, নওয়াপাড়া, ছুটিপুর, দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার, বসন্তপুর, খাঁনপাড়া, শুশিলগাথী এলাকায় কিটনাশক স্প্রে করা সহ এসব কর্মসূচি পালিত হয়। এসময় জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফা বিভিন্ন সাধারণ মানুষের সাথে ডেঙ্গু সমসায় মোকাবেলায় বিভিন্ন করণিয় বিষয় অবহিত করেন। তাছাড়া ভ্রাম্যমান ভাবে তিনি বিভিন্ন অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে মশারি ও টি-শাট বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য দুলাল চন্দ্র ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, মোনাজাত আলী, আরতী রানী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন সহ সহ সহ এলাকার ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় সবাইকে সচেতন করে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ অচিরেই বন্ধ করতে প্রত্যেকের বাড়ির আশপাশে জমে থাকা পানি, বিশেষ করে টব, পলিথিন, ডাবের খোসা ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ডেঙ্গু জ¦রে আতঙ্কের কিছু নেই। সময় মত সঠিক চিকিৎসা পেলে ডেঙ্গু রোগী অল্পতেই সুস্থ্য হবে।