দেবহাটায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

0
406

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শোকাবহ পবিত্র আশুরা পালিত হয়েছে। মঙ্গলবার আহলে বাইত (আ:) এর ভক্ত বৃন্দের আয়োজনে ৬১ হিজরীর ১০ই মহররম কারবালা প্রাঙ্গনে শহীদদের সর্দার ইমাম হুসাইন ও তার প্রানপ্রিয় সাথীদের মহান আতœত্যাগের ঘটনা উপলক্ষে শোক ও সমবেদনার মাধ্যমে শোক র‌্যালী ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ৩টায় পারুলিয়া আহলে বাইত (আ:) এর ভক্ত বৃন্দের আয়োজনে শোক র‌্যালী বের হয়ে পারুলিয়া বাসস্টান্ড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়ে পারুলিয়া ইমামবাড়ি মসজিদ প্রাঙ্গনে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টানে বক্তব্য রাখেন ইমামবাড়ী জামে মসজিদের ইমাম শেখ আলী মোস্তাক আহমেদ। এসময় শোক র‌্যালী ও তাজিয়া মিছিলে অংশ গ্রহণ করেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুুর, মোনতাজুর রহমান ময়না, মনিরুজ্জামান কেল্টু, ইউনুস, আইয়ুব, ফরহাদ, আরাফাত, বাকের আলী, আলমগীর, ডাবলু, তরিকুল, মাহফুজ, বজলু, আমজাদ, সোহেল, তিতুমীর প্রমুখ।
এছাড়া দুপুর ৩টায় দেবহাটা সদরে শোক র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর ও দেবহাটা বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়ে দেবহাটা ইমামবাড়ি মসজিদে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টানে বক্তব্য রাখেন মাওলানা মো. মোশাররফ হোসেন ও মাওলানা মো. সেলিম হোসেন। এসময় শোক র‌্যালী ও তাজিয়া মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলী মোর্তজা আনরুল হক, আকবর আলী মাষ্টার, আসাদুল। অনুষ্টানে নওহা মার্সিয়া পাঠ করেন মামুন মেহেদী ও আমজাত হোসেন প্রমুখ।