দেবহাটায় বিজিবির অভিযানে ২১৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

0
364

আব্দুর রব লিটু,দেবহাটা: ভারত থেকে অবৈধ ভাবে ২১৩ বোতল ফেন্সিডিল আনার পথে ২ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা হয়েছে। আটক ২ জনের মধ্যে ১ জন হলো উপজেলার বসন্তপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রনি সরদার (৩০) ও অপরজন হলো উপজেলার নাংলা গ্রামের দিন আলীর ছেলে আকবর আলী (৫০)। এছাড়া এদের সাথে থাকা অপর আসামী পলাশ গাজী (২৫) পিতা- আমির গাজী, গ্রাম- চন্ডিপুর পালিয়ে যেতে সক্ষম হয়। নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ানের আওতাভুক্ত দেবহাটা ক্যাম্পের এক বিশেষ অভিযানে তাদেরকে মাদকসহ আটক করা হয়। দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ও ভারতীয় গরু পারাপার করত রনি। বৃহস্পতিবার ভোররাতে ভারত থেকে ফেন্সিডিল নিয়ে ফেরার পথে বসন্তপুর গ্রাম সংলগ্ন ইছামতি নদীর পাশ থেকে তাকে আটক করে বিজিবি। দেবহাটা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রনিকে আটক করা হয়েছে। পরে রনির স্বীকারোক্তি মোতাবেক আকবরকে আটক করা হয়েছে। এ বিষয়ে দেবহাটা বিজিবির নায়েক সুবেদার ইব্রাহিম মিয়া বাদী হয়ে আটককৃত ২ জন ও পলাতক ১ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৮, তাং- ১৮-০৭-১৯ ইং।