দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন

0
410

মীর খায়রুল আলম, দেবহাটা:
সরকারের চলমান সাফল্য তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা ২০১৮ সারাদেশের ন্যায় দেবহাটায় উদ্বোধন হয়েছে। উপজেলা মুক্তমঞ্চ চত্বর জুড়ে বৃহস্পতিবার থেকে তিনব্যাপী এই মেলা চলবে। উন্নয়ন মেলায় ৫১টি স্টলে অংশ নিয়েছে।যার মধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বাংলাদেশ পুলিশ, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বেসরকারী সংগঠন, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত দফতর। উদ্বোধন পূর্বে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে দেবহাটা থানা মোড়, বাজার প্রদক্ষিণ শেষে সমাবেত হয় মুক্তমঞ্চ চত্বরে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সারা দেশের জেলা উপজেলায় এই মেলার উদ্বোধন ঘোষণা করার মধ্যদিয়ে মেলার সূচনা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা এবং গৌরব অর্জনের সাফল্য ও এর বাস্তবায়নে করণীয় বিষয় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুুলে ধরতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের
যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, এলজিইডি কর্মকর্তা মমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তবে এবারের মেলায় রয়েছে দেশপ্রেমও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বহুমুখী ঐতিহাসিক প্রচারণা। এ ছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক
প্রচার। ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ শিরোনামে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সফলতা ও সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচার। এমডিজি অর্জনে সাফল্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কার্যক্রমের প্রচার, নাগরিক সেবায় উদ্ভাবন ও ডিজিটাইজেশন বিষয়ে অডিও ভিডিও প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হচ্ছে। যাতে কৃষি, শিল্প, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, বিনোদনসহ নানা বিষয়ে সরকারের সাফল্যের সংবাদ। প্রাণ ভরে মানুষ দেখতেও জানতে পারছে উপজেলার চিত্র। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা
পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। বিকাল ৩টা হতে ৬ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিমূলক অনুষ্ঠান। এদিকে, মেলাটি উপলক্ষ্যে বেলা ১২টায় উপজেলার সখিপুর আলিম মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া মেলার ২য় দিন শুক্রবার
বেলা ১১টায় সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।  ##