দেবহাটায় ছোট ভাইয়ের বসতভিটা জবর দখলের পায়তারা করছে বড় ভাই

0
431

আব্দুর রব লিটু,দেবহাটা : দেবহাটায় ফের ছোট ভাইয়ের বসতভিটা জবর দখলের পায়তারা করছে বড় ভাই। রাতের আধারে বেড়া দিয়ে বসত ভিটার কিছু অংশ জবর দখলের পায়তারাসহ  রান্নাঘর ও গোয়ালঘর ভাংচুর, সবজি বাগান এবং গাছ-গাছালী কেটে উচ্ছেদের একটি অভিযোগ থানায় দেওয়ার পরও ফের দেশীও অস্ত্র-সন্ত্রসহ মৃত্যুর হুমকি দিয়ে জবর দখলের চেস্টা চালাচ্ছে ভুক্তভোগী রমজানের বড় ভাই মোহাম্মদ আলী। জানাযায়,দেবহাটা সদরের মৃত বিলাত আলীর পুত্র রমজান আলী দেবহাটা মৌজার ৬৪০/১ খতিয়ানের ১০৮৬ দাগের ১১ শতক জমি পৈত্রিক সুত্রে এবং ১১ শতক জমি দুই বোনের নিকট থেকে ক্রয় করে প্রায় ২৫ বছর ধরে বসাবস করে আসছে। কিছুদিন আগে ঐ বসত বাড়ির উপর নজর আসে তারই বড় ভাই মোহাম্মদ আলীর। বসত বাড়ির বিষয়টি সমাধানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য বাক্তির হস্তক্ষেপে মিমাংসার চেষ্টা করা হলেও মানতে নারাজ বড় ভাই মোহাম্মদ আলী বলে অভিযোগ রমজান আলীর পরিবারের। ভুক্তি ভোগী পরিবার আরো জানায়, দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসত ভিটার কিছু অংশ জোর পুর্বক দখলের করতে কয়েক দিন পুর্বে রাতের আধারে বেড়া দিয়ে ঘিরে দেয়।পরে সবজি এবং গাছ-গাছালী কেটে দেয়। গত ২৮/০৫/২০ তাং বড় ভাই মোহাম্মদ আলী ও তার দুই পুত্র ভাড়াটিয়া বাহিনী নিয়ে ঐ জমির ২টি আমগাছ কাটলে রমজান আলী দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। দেবহাটা থানা বিষয়টি সমাধানের জন্য পারিবারিক ভাবে মিমাংসার প্রস্তাব দিলে রমজান আলী শারীরিক ভাবে অসুন্থ হওয়ায় সেটা এখনও সম্ভব হয়নি। পরে মোহাম্মদ আলী ও তার দুই পুত্র কবীর হোসেন এবং সালাউদ্দীন ওরফে পাগল সালাউদ্দীন সোমবার সকাল ৭ টার দিকে আবার হামলা চালিয়ে বসত বাড়ির উপর নির্মিত গোয়ল ঘরের মধ্যে থাকা মুরগীর ডোপ এবং জ্বালানী কাঠ বাহিরে ফেলিয়া দেয়। এ ব্যাপারে ঐ দিন একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী রমজান আলীর পুত্র আহছান উল্লাহ।কিন্ত পরের দিন ফের রমজান আলীর ভিটার উপর আক্রমন চালায় তারা। বাধা দিলে বিভিন্ন হুমকি ধামকি দেয় বড় ভাই মোহাম্মদ আলী ও তার দুই পুত্র কবীর হোসেন এবং সালাউদ্দীন। এ ব্যাপারে মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তাদের জমিতে এসব করছে বলে জানায়।