দেবহাটায় চোরের হোতা এবাদুলকে চোরাই মটরসহ ধরলো ইউপি সদস্য ইয়ামিন ও জনতা

0
426

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় চুরি চক্রের হোতা এবাদুলকে ধরলো ইউপি সদস্য ইয়ামিন মোড়ল ও জনতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন সাবেক উপজেলা শ্রমিকলীগের সভাপতি পারুলিয়ার ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়ামিন মোড়ল (৫৭)। জানাযায়, উপজেলার নাজিরের ঘের এলাকার মৃত আলহাজ্ব আব্দুল মোড়লের পুত্র ইউপি সদস্য ইয়ামিন মোড়ল এবং – তার বন্ধু টিকেট গ্রামের মৃত অভয় চরন মন্ডলের পুত্র প্রভাষ চন্দ্র মন্ডলের দুইটি মটর চুরি হয়ে যায়। গত ১৫-২০ দিন আগে ছোটশান্তা নামক ঘেরের বাসা হইতে ইয়ামিন মেড়লের একটি ২ ইঞ্চি বৈদ্যুতিক মটর চুরি হয়।যার অনুমানিক মূল্য – ৭,০০০/= টাকা। আর তার বন্ধু প্রভাসের একটি ২ ইঞ্চি বৈদ্যুতিক মটর চুরি হয় তার বসতবাড়ী সংলগ্ন মৎস্য ঘেরের বাসা হইতে। যার অনুমানিক মূল্য ৭,৫০০/= টাকা। তাছাড়া বহুদিন যাবৎ এলাকার বিভিন্ন লোকের মৎস্য ঘের হইতে অনেক বৈদ্যুতিক মটর চুরি হয়েছে বলে জানায় এলাকাবাসী। এ বিষয়ে তথ্য অনুসন্ধান করতে থাকে ইউপি সদস্য ইয়ামিন মোড়ল ও তার বন্ধু প্রভাস।তথ্য অনুসন্ধানের একপর্যায়ে গত শুক্রবার বেলা ১১ টার দিকে ছোটশান্তা গ্রামের মাজেদ গাজীর পুত্র এবাদুল গাজী (৩৮’র রান্নাঘরের মধ্য হইতে গ্রাম আল আমিন ও স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় তাদের চুরি হওয়া মটর দুইটি উদ্ধার হয় এবং এবাদুলকে সেখান থেকে ধরে ফেলেন ইউপি সদস্য ইয়মিন মোড়ল ও স্থানীয় জনতা।পরে স্থানীয় লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদ করিলে সে নিজে চুরির কথা স্বীকার করে। এসময় আটককৃত চোর আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামের বাবর আলী ওরফে কালো বাবুর পুত্র আব্দুস সামাদ (৪২) ও আরিফুল ইসলাম (৩২) এবং দেবহাটা উপজেলার পলগাদা গ্রামের মৃত ইউসুফ সরদারের পুত্র ডালিম সরদার (৩৯) একত্রে গত ১৪মে অনুমানিক রাত দেড়টার দিকে প্লাস দিয়া মটরের তার কেটে উক্তমটর চুরি করেছে বলে স্বীকার করে।তাছাড়াও তারা সঙ্গবদ্ধভাবে এলাকার আরও লোকের মটর চুরি করিয়াছে বলিয়া স্বীকার করেছে বলে স্থানীয় সুত্রে থেকে জানাযায়। এছাড়া এবাদুলসহ এই চক্রের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন লোকের ঘেরের মাছ, কম্পিউটার, স্যালোমেশিন ইত্যাদি চুরির অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। পরে দেবহাটা থানা পুলিশকে খবর দিলে দেবহাটা থানার এস,আই প্রবীর কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে মটর ২টি জব্দ করিয়া মটরসহ আসামীকে থানায় নিয়ে আসে।এ ঘটনায় ইউপি সদস্য ইয়ামিন মোড়ল বাদী হয়ে আটক চোর চক্রের হোতা এবাদুলসহ চার জনের বিরুদ্ধে এককি মামলা দায়ের করেন। মামলা নং ০৬,তাং ২৯/০৫/২০। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটকৃত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।আর অন্যান্য আসামীদের আটকের প্রক্রিয়া চলছে। চুরি বা অন্য কোন ধরনের অপরাধ করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।