দেবহাটায় খেলার মাঠের মাটি ধ্বসে পুকুরে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

0
490

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহি সরকারি বি.বি এম.পি ইনস্টিটিউশনের দেবহাটায় খেলার মাঠের মাটি ধ্বসে পুকুরে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রতিবছর মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, একুশে ফেব্রæয়ারী সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান করা হয় পালন করা হয় এই মাঠে। তাছাড়া শীত কালিন ক্রীড়া প্রতিযোগীতা, বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় মাঠটিতে। কিন্তু মাঠের উত্তর পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাঠের মাটি ধ্বসে পুকুর চলে যাওয়ায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও খেলোয়াড়রা খাদে পরে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন। ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির কিছু অংশ পুকুরে চলে যাওয়ায় দুর্ঘটনার সাথে সাথে মাঠটির পরিধিও কমে যাচ্ছে। এছাড়া দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রাচীর ভেঙে পুকুরে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। তাই পুকুর পাড়টি সংস্কার করে শিক্ষার্থীদের ও খেলোয়াড়দের সুব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।